আগরতলা, ৮ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা এবং পুরানো পেনশন নীতি চালুর দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচ বি রোডে এক মিছিলের ডাক দিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়।
পাশাপাশি, এদিন তিনি আরও বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হবে। তিনি আর বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছিলেন তারা। কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ এই সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে ১০ দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল তা তুলে ধরেন।
দাবিগুলি হল, রাজ্য ও কেন্দ্র সরকার মধ্যে ৫০-৫০ শতাংশ কর বন্টনের করা, এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অধিক অর্থ প্রদান করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। তাছাড়া, সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করা, নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান দূর করা এবং শূন্য পূরণ করতে হবে সহ আরো অন্যান্য দাবি।