আগরতলা, ৮ ফেব্রুয়ারি : আম আদমি পার্টির পাপ থেকে আজ দিল্লি মুক্ত হয়েছে। শুধু তাই নয়, কার্যত সমগ্র দেশবাসী মুক্তি পেয়েছেন। দিল্লি বিধানসভা নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা, অমিত শাহের রণকৌশল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ, এই ত্রয়ীর সমীকরণে দিল্লিতে বিজেপির জয় সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে সাংসদ বিপ্লব কুমার দেব-কে বিজেপি গুরুদায়িত্ব দিয়েছিল। হরিয়ানা, ওড়িশার পর দিল্লি বিধানসভা নির্বাচনেও তাঁর কঠিন পরিশ্রমের পরিণাম মিলেছে। ২৭ বছর বাদে বিজেপি দিল্লি মসনদে বসতে চলেছে। অবশ্য, এই সাফল্যের জন্য বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদি এবং অমিত শাহ -কে সমস্ত কৃতিত্ব দিয়েছেন। তাঁর বক্তব্য, দলের দেওয়া দায়িত্ব পালন প্রধান কর্তব্য বলে মনে করি। সর্বদা লক্ষ্যপূরণের চেষ্টায় থাকি। কখনোই সুযোগ সুবিধা আদায় করার মানসিকতা রাখি না। শুধু দলের জন্য প্রাণপণ দিয়ে কাজ করার চেষ্টা করি, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।
এদিন তিনি বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির নিশ্চিত ছিল। কারণ, নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা, অমিত শাহের রণকৌশল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ, এই ত্রয়ীর সমীকরণে জয় স্বাভাবিক ছিল। তিনি জোর গলায় বলেন, দিল্লি আজ পাপ মুক্ত হয়েছে। আম আদমি পার্টি দিল্লির শুধুই সর্বনাশ করেছে। তাঁর দাবি, করোনাকালে কেন্দ্রীয় সরকার দরাজ হস্তে সহায়তার জন্য এগিয়ে না আসলে দিল্লির অর্ধেক মানুষ মারা যেতেন। তাঁর অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের নেতিবাচক মানসিকতা দিল্লীবাসীকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ওই মহামারির হাত থেকে দিল্লীবাসীকে বাঁচিয়েছে।
এদিন বিপ্লব কুমার দেব ভবিষ্যত বাণী করেন, দিল্লির রাজনীতি থেকে আম আদমি পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কর্মজীবন সমাপ্ত হয়ে যাবে। তাই, এখন তিনি পাঞ্জাবের দিকে নজর দেবেন। কারণ, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। তাই, তিনি ভগবন্ত মন-কে পদ থেকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, কটাক্ষের সুরে বলেন বিপ্লব দেব।