নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী। শুক্রবার এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমেরিকা ফেরত ভারতীয়দের হাতে হাতকড়া এবং পায়ে শিকল বেঁধে দেশের পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশ্চুপ ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিশ্বের কলম্বিয়া এবং মেক্সিকোর মতো ছোট দেশগুলি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে এধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয়দের উপর এভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর সরকারের সময় আমেরিকায় ভারতীয় এমবিসিদের অপমান করা হয়েছিল, পাল্টা পদক্ষেপ নিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরবর্তী সময়ে আমেরিকা ভারতের কাছে চেয়েছিল। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দল। দেশের এই অবমাননার বিরুদ্ধে সকল দেশবাসীকে গর্জে উঠার আহবান করেছেন কংগ্রেস নেতৃত্বরা।