এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, ৭ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় বাজেটে বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রতিবাদে সরব হয়েছে এল আই সি এজেন্ট অর্গানাইজেশন। আজ এরই প্রতিবাদে টিআরটিসি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সংগঠনের কর্মীরা।

এদিন এলআইসির এক এজেন্ট বলেন, কেন্দ্রীয় বাজেটে বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, এলআইসি পলিসির উপর জিএসটি লাগু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে বিমাক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তাই আজ দেশের ১৪ লক্ষের বেশি এজেন্টের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে।