আগরতলা, ৬ ফেব্রুয়ারী : জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক যুবক। ওই মানিকপুর থানাধীন খাসমাই পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে ওই যুবক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, খাস মাইল এলাকার বাসিন্দা রত্নদেব রিয়াং জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়েছিল। হঠাৎ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সে। কোনোভাবে জঙ্গল থেকে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে আসে সে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে সে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।