বিদ্যুতের সাবস্টেশনে কাজ করতে গিয়ে গুরুতর আহত দুই কর্মী

আগরতলা, ৬ ফেব্রুয়ারী: বিদ্যুতের সাবস্টেশনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছে দুইজন কর্মী। আজ সকালে বোধজংনগর সাবস্টেশনে ১৩৩ কেভি কন্ট্রোলরুমে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে। সাথে সাথো তাঁদের সহকর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বোধজংনগর সাবস্টেশনে ১৩৩ কেভি কন্ট্রোলরুমে কাজ করতে করছিলেন হেল্পার শচীন্দ্র দেববর্মা এবং আউটসোর্সিং স্টাফ গৌতম বর্মণ। কিন্তু তাঁরা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে অন্যান্য কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁদের শারিরীক অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *