নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচন কমিশন সম্পর্কে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে বললেন সম্বিত। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সমালোচনা করে অখিলেশ বলেছেন, “নির্বাচন কমিশন মৃত! তাদের সাদা কাপড় উপহার দিতে হবে।”
এই মন্তব্যের সমালোচনা করে সম্বিত পাত্র বলেছেন, “সংসদ অধিবেশন শুরু হতে না হতেই, সমাজবাদী পার্টি সমস্ত মর্যাদা ভেঙে দিয়েছে। এমন অপকর্ম ভারতের সংসদীয় কার্যক্রমে এখনও পর্যন্ত ঘটেনি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং একে মৃত বলা এবং এর জন্য কফিন দেওয়া গণতন্ত্রের ওপর আঘাত। বিজেপি দাবি করে, অন্যান্য বিরোধী দলগুলির অবস্থান পরিষ্কার হওয়া উচিত এবং সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদবের সংসদে এই অপকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত।”