নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নির্বাসন প্রসঙ্গে সংসদে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাজ্যসভায় এস জয়শঙ্কর বলেছেন, আইনি গতিশীলতাকে উৎসাহিত করা এবং অবৈধ আন্দোলনকে নিরুৎসাহিত করা আমাদের সম্মিলিত স্বার্থে। নিজস্ব নাগরিকদের বিদেশে অবৈধভাবে বসবাস করার প্রমাণ পাওয়া গেলে তাঁদের ফিরিয়ে নেওয়া সব দেশের বাধ্যবাধকতা। নির্বাসনের প্রক্রিয়াটি নতুন নয়।”
এস জয়শঙ্কর আরও বলেছেন, “আমরা আমেরিকা সরকারের সঙ্গে সম্পর্ক রাখছি, যাতে নির্বাসিতদের সঙ্গে কোনও ভাবে দুর্ব্যবহার করা না হয়। একই সময়ে, সদন প্রশংসা করবে যে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে শক্তিশালী ক্র্যাকডাউনে আমাদের মনোযোগ দেওয়া উচিত। নির্বাসিতদের দেওয়া তথ্যের ভিত্তিতে, আইন প্রয়োগকারী সংস্থাগুলি এজেন্ট এবং এই জাতীয় সংস্থাগুলির বিরুদ্ধে প্রয়োজনীয়, প্রতিরোধমূলক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।” এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, “আমরা মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে ফেরত আসা নির্বাসিত ব্যক্তিদের সঙ্গে কোনও ভাবে দুর্ব্যবহার করা না হয়।”