ধর্মনগর, ৬ ফেব্রুয়ারি: শ্রমিক,কৃষক, ক্ষেতমজুরদের স্বার্থ সম্বলিত ১০দফা দাবির ভিত্তিতে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নেতাজী মূর্তির পাদদেশে বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ৩ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে।
এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, এছাড়াও ছিলেন ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ও সম্পাদক নিরোদ সাহা এবং নির্মল রায়,ত্রিপুরা টেইলারিং শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক ঝলক মুখার্জি, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত প্রমূখ। পরবর্তীতে চারজনের এক প্রতিনিধি দল ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের নিকট এক স্মারকলিপি প্রদান করে।
তাদের দাবি, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চা-শ্রমিকদের গৃহ নির্মাণ,স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান। চা-শ্রমিকদের পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানে সমস্ত রকম হয়রানি বন্ধ করা। তাছাড়া, অনিয়মিত চা-শ্রমিকদের নিয়মিত করা, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রেগা শ্রমিকদের বছরে ২০০দিনের কাজ এবং প্রতি শ্রম দিবসে ৬০০ টাকা মজুরি দেওয়া। অঙ্গনওয়াড়ি ও আশা এবং মিড-ডে-মিল কর্মীদের ভাতা বৃদ্ধি করা। ছাঁটাই কৃত প্রকল্প কর্মীদের অবিলম্বে পুনর্নিয়োগ করা।
তাঁরা দাবি জানিয়েছেন, নির্মাণ শ্রমিক উন্নয়ন তহবিলের অর্থ শ্রমিক কল্যাণে নির্মাণ শ্রমিকদের প্রদান করা, গ্রামীণ রাস্তা ঘাটের বেহাল অবস্থার সংস্কার করা, বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতি করা, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না এবং দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি প্রদান।