ডেস্টিনেশন ত্রিপুরা-ল্যান্ড অব অপরচুনিটিজ ৭-৮ ফেব্রুয়ারি আগরতলায় বিজনেস কনক্লেভ-২০২৫ : শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ৬ ফেব্রুয়ারী : আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি আগরতলার হোটেল পোলো টাওয়ারে বিজনেস কনক্লেভ-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনক্লেভের থিম হলো ডেস্টিনেশন ত্রিপুরা-ল্যান্ড অব অপরচুনিটিজ। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আগামী ৮ ফেব্রুয়ারি এই বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা এই সংবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, এই কনক্লেভে দেশের ১০০-এর বেশি শিল্পপতি অংশ নেবেন। দু’দিনব্যাপী এই বিজনেস কনক্লেভে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পর্যটন এবং স্কিল ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রগুলির উপর বিশেষভাবে আলোকপাত করা হবে। এই বিজনেস কনক্লেভ আয়োজনের মূখ্য উদ্দেশ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের মূল গন্তব্য হিসাবে ত্রিপুরার সম্ভাবনাকে তুলে ধরা। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় শিল্পকে উৎসাহ দান, রাজ্যের প্রাকৃতিক সম্পদ সহ রাজ্য সরকারের শিল্প বান্ধব নীতি সমূহ বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা এই কনক্লেভের অন্যতম উদ্দেশ্য। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, বিনিয়োগকারীদের পলিসি মেকারদের সাথে সংযোগ স্থাপনের জন্য এই কনক্লেভ একটি সহায়ক মঞ্চ হয়ে উঠবে। যুব সমাজকে শিল্পের প্রতি আকৃষ্ট করতে এবং তাদের আত্মনির্ভরতার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, আগামীকাল রাজ্যে ‘স্কিল-উদয় তৎনাই’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আগামীকাল সকালে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে ‘স্কিল-উদয় তংনাই’ কর্মসূচির সূচনা করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, ‘স্কিল-উদয় তৎনাই’ নামটি ইংরেজী, বাংলা ও ককবরক ভাষার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে রাজ্যের স্কুল ও কলেজ স্তরের ৮০ হাজার ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবে যুব সমাজ। তিনি জানান, ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচিতে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে ৯৮৩টি স্কুলে ৭৫ হাজার ছাত্রীকে সহায়তা করা হবে, যাতে তারা সঠিক পেশা চয়ন করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা অতিক্রম করতে সক্ষম হন। স্কিল ত্রিপুরা এমআইএস পোর্টাল দক্ষতা উন্নয়ন উদ্যোগগুলির কেন্দ্রভূত তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে উপযুক্তদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করার কথাও শিল্প ও বাণিজ্য মন্ত্রী উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি এবং স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা মহম্মদ সাজ্জাদ পি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *