কৈলাসহর, ৫ ফেব্রুয়ারি : সড়ক দূর্ঘটনায় মৃত্যু হলো মাঝ বয়সী এক ব্যক্তির। মৃতের নাম লিটন বসাক(৫০)। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
ঘটনার বিবরণে স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাতে স্থানীয় বাজারে ফুচকা বিক্রি সেরে ঐ ব্যক্তি তার ফুচকার গাড়ীটি নিয়ে তরুনীনগরে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। তখনই রামনগর এলাকায় টিআর-০২-এম-১৫৩১ নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে উল্টে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ফুচকা বিক্রেতা লিটন বসাক। দূর্ঘটনার বিকট শব্দে সেখানে ছুটে যান আশপাশ এলাকার মানুষ।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় কাঞ্চনবাড়ী প্রাথমিক হাসপাতালে। সেখানে রোগীর অবস্থা সঙ্কটজনক দেখে তাকে তরিঘড়ি কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানালেন হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা।পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাতেই মৃত্যু হয় ফুচকা বিক্রেতা লিটন বসাকের। তার পরিবারে দুই ছেলে ও স্ত্রী রয়েছে। এদিকে খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ছুটে গিয়ে ঘাতক গাড়ীটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এবিষয়ে একটি মামলাও হাতে নিয়েছে ফটিকরায় থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।

