দিনদুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। পরবর্তী সময়ে মেলাঘর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে মেলাঘর বাজার কমিটির সদস্যরা। ওই ঘটনায় মেলাঘর বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ এক-দেড় বছর ধরে মেলাঘর বাজারে ঘনঘন চুরি কাণ্ড সংঘটিত হলেও বাজার কমিটি মেলাঘর থানার পুলিশ এ সমস্ত চুরি কাণ্ড বা চুরকে ধরার জন্য কোনরকম তথ্য সংগ্রহ করতে পারেননি। কিন্তু আজ মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগর কালু প্রকাশ্য দিবালোকে মেলাঘর বাজারের এক দোকানে চুরি করতে গেলে, দোকানে মালিক তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর বাজার কমিটি সহ বাজারের লোকজন ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে জড়ো হতে থাকে। শেষ পর্যন্ত বাজার কমিটিও চোরকে মেলাঘর পুলিশের হাতে তুলে দিয়েছেন।

আরও জানা গিয়েছে, ধৃতের নাম কালু। নিজে স্বীকার করেছে সে বিভিন্ন চুরি কাণ্ডে জড়িত রয়েছে।