বিএসএফের গুলিতে রক্তাক্ত যুবক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : বিএসএফের গুলিতে এক যুবকের রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিপাহীজলা জেলার বক্সনগরের পুটিয়া এলাকায়। ওই যুবকের ঘাড় ও মাথার মধ্যবর্তী এলাকায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে বিশালগড় জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। আহত যুবকের নাম মো: রনি মিয়া(২২), পিতা: ফিরুজ মিয়া।

সূত্রের খবর, অবৈধভাবে সে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল। তখনই ১৫২ নং গেইট সংলগ্ন এলাকায় তাকে গুলি করে বিএসএফ। যদিও বিএসএফ এর তরফে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, ১৫৯নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা প্রায়শই সীমান্ত এলাকার জনগণকে বিভিন্নভাবে হেনস্থা করে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।