আগরতলা, ৪ ফেব্রুয়ারী: সরস্বতী পূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির ছাত্র। সরস্বতী পূজার আনন্দঘন মুহূর্তের মাঝেই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কল্যাণপুরে। বর্তমানে সে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতে কল্যাণপুরের স্কুল রোডে একটি পূজা মণ্ডপের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পরিবাহী একটি খোলা তারে হাত লেগে যায় দ্বীপজয় দেবের। নবম শ্রেণির ছাত্র দ্বীপজয় এবং তার বাড়ি খাস কল্যাণপুর এলাকায়। মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে সবাই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গিয়েছেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পূজার আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়ের রূপ নেয়।
এলাকাবাসীদের অভিযোগ করেন, পূজা কমিটির তরফ থেকে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং অনেকেই পূজা কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করছেন। পূজার সময় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে মন্তব্য করেন অনেকে। এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদি পূজা কমিটির অবহেলার কারণে এই ঘটনা ঘটে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্বীপজয় বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার শরীরে বিদ্যুতের গুরুতর আঘাত লেগেছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

