আগরতলা, ৪ ফেব্রুয়ারী : গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস, কাস্টমস এবং সোনামুড়া পুলিশের যৌথ অভিযানে ৭৫,০০০ গাঁজা গাছ ধ্বংস করে। যার বাজারমূল্য আনুমানিক ২.৯ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।
এদিন বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সিপাহীজলা জেলায় বিজয়নগর এলাকায় বিপুল পরিমাণ গাঁজা চাষ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে দুটি ভিন্ন জায়গা জুড়ে আনুমানিক ১০০ একর জমিতে গড়ে তোলা আনুমানিক ৭৫,০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সমন্বিত পদক্ষেপ মাদক পাচারের হুমকি রোধে এবং নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর অঙ্গীকারের ওপর জোর দেয়।
তাছাড়া, এই ধরনের অভিযানগুলি অবৈধ মাদক ব্যবসার প্রতিকূল প্রভাব থেকে এই অঞ্চলকে রক্ষা করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সংকল্পকে পুনর্ব্যক্ত করে।

