কেন্দ্রীয় বাজেটে একমাত্র অসম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়নি : আশিস

আগরতলা, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কোনো প্রাধান্য নেই। একমাত্র অসম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়নি। আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় শিল্প গড়ার জন্য অনেকদিন ধরে বলা হচ্ছিল কিন্ত দীর্ঘ সাত বছরে গ্যাস ভিত্তিক কোনো শিল্পের উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু আসামে নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করেছে।। 

তাঁর কথায়, ত্রিপুরা থেকে তিনজন সাংসদ থাকা সত্ত্বেও এই রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়নি। গ্যাস ভিত্তিক শিল্পের মাধ্যমে রাজ্যে বাণিজ্যিক সম্ভাবনা দ্বার খুলে যেত। কিন্তু কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে গুরুত্ব দেয়নি।