ত্রিপুরা থেকে সুজিত ঘোষ ‘ভারত গৌরব জাতীয় পুরস্কার’ এর জন্য মনোনীত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ জানুয়ারি:
দক্ষিণ ত্রিপুরার বিশিষ্ট যুব সামাজিক কর্মী সুজিত ঘোষ’কে ভারত বিকাশ সংঘম কর্তৃক ‘ভারত গৌরব জাতীয় পুরস্কার’-এর জন্য মনোনীত করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি কর্ণাটকের কালবুরগী শহরে সপ্তম ভারতীয় সংস্কৃতি উৎসবে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। এই উৎসব প্রকৃতি-কেন্দ্রিক উন্নয়ন এবং সামঞ্জস্যপূর্ণ অগ্রগতির উদযাপন হিসেবে পরিচিত।

নয়দিনব্যাপী এই বিশাল আয়োজনের মধ্যে যুব উন্নয়ন, গ্রামীণ ও কৃষি সমস্যা, পুষ্টি ও স্বাস্থ্য, আত্ম-কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে প্যানেল আলোচনা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন ও সাংস্কৃতিক সংস্থা এই অনুষ্ঠানে অংশ নেবে। সুজিত ঘোষ দীর্ঘ ১৫ বছর ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি স্বাস্থ্য সচেতনতা, শিশুশ্রেণীর কল্যাণ, জীবিকা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়া, তিনি ত্রিপুরাকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে, গত বছরের ভয়াবহ বন্যার সময় সুজিত ঘোষ এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা রাজ্যের নানা স্থানে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। তার এই সেবামূলক কর্মকাণ্ড সামাজিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। সুজিত ঘোষের এই অর্জন ত্রিপুরার সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির জন্য একটি অনুপ্রেরণা।

সমাজের প্রতি তার অবদান স্বীকৃতি পাওয়ায় রাজ্যের বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি কর্ণাটকের কালবুরগী শহরে অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সুজিত ঘোষের এই সাফল্য ভবিষ্যতে আরও যুব সমাজকে সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।