ওভাল, ৩১ জানুয়ারি (হি.স.): শুক্রবার কুয়ালালামপুরে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে আইসিসি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
১০৬ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার জেম্মা বোথা ৩৭ এবং অধিনায়ক কায়লা রেইনে ২৬ রান করেন। বল হাতে বাঁহাতি স্পিনার অ্যাশলেগ ভ্যান উইক অস্ট্রেলিয়ানদের ১৭ রানে ৪ উইকেট নেন।
অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে। এলা ব্রিসকোর ১৭ বলে ২৭ রান করেন।
রবিবার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে ফাইনাল অনুষ্ঠিত হবে।

