মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.): শনিবার মুম্বাইয়ে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে শচীন টেন্ডুলকারকে বিসিসিআই-এর তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।
টেন্ডুলকারের ২০০ টেস্ট এবং ৪৬৩ ওয়ানডে খেলার ইতিহাসে যেকোনও খেলোয়াড়ের সর্বোচ্চ। টেস্টে তাঁর ১৫ হাজার ৯২১ রান এবং ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান রয়েছে। তবে, তিনি তাঁর দুর্দান্ত কেরিয়ারে একটিমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে খেলে তাঁর নামে আছে অসংখ্য ব্যাটিং রেকর্ড। তাছাড়া টেন্ডুলকার ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। সামগ্রিকভাবে, টেন্ডুলকার এই পুরস্কারের ৩১তম প্রাপক হবেন।
সর্বশেষ ২০২৩ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার বিসিসিআই থেকে পেয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং ফারুখ ইঞ্জিনিয়ার।