বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে : রবি কিশান

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিজেপি সাংসদ রবি কিশান। পাশাপাশি এই ঘটনায় সমালোচনা করার জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করেছেন তিনি। শুক্রবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি কিশান বলেছেন, “এই লোকজন এমন কিছু ঘটনার অপেক্ষায় ছিল, যাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে কোণঠাসা করা যায়। এটা ভুল, সেদিন মহা কুম্ভে কোটি কোটি ভক্ত এসেছিল। বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে।”

রবি কিশান আরও বলেছেন, “যে ঘটনা ঘটেছে, তা আমাদের সবার জন্য বেদনাদায়ক। সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু কারও মৃত্যু নিয়ে রাজনীতি করার চেয়ে দুঃখজনক আর কিছু নেই।” দিল্লি বিধানসভা নির্বাচন প্রসঙ্গে রবি কিশান বলেছেন, “আপদা দিল্লিতে হারতে চলছে, তাঁদের ওপর থেকে জনতা আস্থা হারিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *