নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি:
ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের ৪১ নং বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তারই পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় এলাকায় মশাল মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। মশাল মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন।
2025-01-31