অরবিন্দ কেজরিওয়াল মিথ্যে বলার দোকান খুলেছেন : নয়াব সিং সাইনি

রোহতক, ৩১ জানুয়ারি (হি.স.): যমুনার জল বিষাক্ত করার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তাঁর কথায়, অরবিন্দ কেজরিওয়াল মিথ্যে বলার দোকান খুলেছেন। শুক্রবার হরিয়ানার রোহতকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়াব সিং সাইনি বলেছেন, “তিনি (কেজরিওয়াল) মিথ্যার দোকান খুলেছেন। নিজের ব্যর্থতা লুকানোর জন্য তিনি এত সস্তা অভিযোগ করেছেন। গত ১০ বছর ধরে কেজরিওয়াল বলছেন, তিনি যমুনা পরিষ্কার করবেন। যমুনা কি এখনও পরিষ্কার করা হয়েছে?”

উল্লেখ্য, শুক্রবারই ‘বিষাক্ত’ যমুনা বিবাদে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে আক্রমণ করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “আমি দিল্লিতে জলের সঙ্কট ঘটতে বাধা দিয়েছি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি দিল্লিতে বিষাক্ত জল পাঠিয়ে এবং দিল্লিতে কৃত্রিম জল সংকট তৈরি করার চেষ্টা করে অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করা উচিত, নির্বাচন কমিশন যদি পদক্ষেপ না নেয়, বিশেষ করে নির্বাচনের সময় এই পদক্ষেপ সর্বনাশা প্রমাণিত হবে।”