জাতীয় পতাকা উত্তোলন করলেন মোহন ভাগবত, শুভেচ্ছা জানালেন প্রজাতন্ত্র দিবসের

থানে ও নাগপুর, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার সকালে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহন ভাগবত। সমস্ত দেশবাসীকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিন সকালেই নাগপুরে সঙ্ঘের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস-এর নাগপুর মহানগর সঙ্ঘচালক রাজেশ লোয়া। অন্যদিকে, আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে মণিপুরের ইম্ফলে জাতীয় পতাকা উত্তোলন করেন।