আগরতলা, ২৬ জানুয়ারি : গোটা রাজ্যকে গর্বিত করে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং কথাসাহিত্যিক অধ্যাপক অরুণোদয় সাহা। আজ তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী রতন লাল নাথ, সম্পাদক অরুণ নাথ, সাংবাদিক প্রণব সরকার সহ আরো অনেকে।
অধ্যাপক অরুণোদয় সাহা বলেন, কাল রাতে দিল্লি থেকে পদ্মশ্রী সম্মান প্রদানের বিষয়ে যোগাযোগ করলে খুব আনন্দিত বোধ হয়। খবরটা জানার পর থেকে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, পাশাপাশি এখনকার ছেলেমেয়েদের জ্ঞান পূর্বের প্রজন্মের মানুষের তুলনায় বেশি। প্রযুক্তির ব্যবহারে অনেকটা এগিয়ে গেছে মানুষের শিক্ষার উন্নয়ন।
আজ মন্ত্রী রতন লাল নাথ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে অধ্যাপক অরুণোদয় সাহার বাড়িতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, কাল রাতেই এই খবর পেয়ে অধ্যাপক অরুণোদয় সাহাকে ফোনযোগে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং আজ সশরীরে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছি। অধ্যাপক নিজের লেখা ‘নিদ নাহি আঁখিপাতে’ বইটি মন্ত্রীকে উপহার দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, অধ্যাপক অরুণোদয় সাহা কথাসাহিত্যিক হওয়ার পাশাপাশি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও পদ্মশ্রী সম্মানের যোগ্য বলে আনন্দ প্রকাশ করেন মন্ত্রী। এই বিষয়টি নিয়ে রাজ্যবাসী হিসেবে গর্বিত বোধ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

