নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টিকে আবারও কটাক্ষ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার বিজেপির তীব্র সমালোচনা করে কেজরিওয়াল বলেছেন, “একদিকে বিজেপি মডেল রয়েছে, যেখানে জনগণের অর্থ কোটিপতি বন্ধুদের ঋণ হিসাবে দেওয়া হয় এবং তা ২-৩ বছর পরে মকুব করা হয়। অন্যদিকে, আম আদমি পার্টির মডেল যাতে রয়েছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, দরিদ্রদের বিনামূল্যে বিদ্যুৎ। ২৪ ঘণ্টা বিনামূল্যে জল, সেরা এবং ভাল চিকিৎসা। এটাই আম আদমি পার্টির কল্যাণমূলক মডেল।” কেজরিওয়াল আরও বলেছেন, “ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে, বিভিন্ন নেতার কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে, তাদের সরকার গঠিত হলে, দিল্লিতে দেওয়া এই সমস্ত সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে, কারণ এটি তাদের মডেলের বিরুদ্ধে।”
2025-01-26

