কুমারঘাটে ১৩ পরিবারের ভোটারদের কংগ্রেস দলে যোগদান

আজ প্রদেশ এসসি বিভাগের উদ্যোগে কুমারঘাটে রাজ্যের সকল এসসি নেতৃত্বদের নিয়ে এক রাজ্যভিত্তিক কর্মশালা সংগঠিত হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙখল সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত, আজ কুমারঘাটে প্রদেশ এসসি বিভাগের উদ্যোগে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙখল, প্রদেশ কংগ্রেসের এসসি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, প্রদেশ আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া, কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মঃ বদরুজ্জামান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য প্রদেশ ও স্থানীয় নেতৃত্বগণ।

এদিকে, আজ প্রদেশ এসসি বিভাগের কর্মশালায় ভারতের সংবিধানকে যেকোন মূল্যে রক্ষার জন্য শপথ নিয়েছেন উপস্থিত সকল নেতৃত্বগণ।

এদিকে, কর্মশালায় কৈলাশহর জেলায় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সদস্যদের সন্মাননা প্রদান করা হয়েছে। সদস্যদের হাতে সম্মাননা পত্র তুলে দেশ আশীষ কুমার সাহা।

এদিকে, আজ কুমারঘাটে ১৩ পরিবারের ১০০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের জাতীয় কংগ্রেস দলের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা।