প্রজাতন্ত্র দিবসের প্রাকলগ্নে বটতলা বাজারে বেআইনি মদের দোকানে হানা পুলিশের, গ্রেফতার এক

আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগরতলা শহরে বিভিন্ন বাজারে পশ্চিম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। প্রথমে বটতলা বাজারে অবৈধ মদের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান, প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে। পুলিশ নাকা চেকিং সহ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে পুলিশের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান। 

এদিন তিনি আরও বলেন, আজ বটতলা বাজারে অবৈধ মদের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৭০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। সাথে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি, শহরের আরও বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। আজ সারারাত শহরে পুলিশের টহলদারী থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *