লখনউ, ২৪ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশ এখন ‘উত্তম প্রদেশ’-এ পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। লখনউতে ‘উত্তর প্রদেশ দিবস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “ইতিহাস এই সত্যের সাক্ষী যে, যে রাজ্যে যোগীদের পটভূমি আছে, সেই রাজ্যের ভাগ্য এখন সমর্থ। এখন একজন যোগীর হাতে উত্তর প্রদেশ, যা ‘উত্তম প্রদেশ’ হয়ে গেছে।”
উত্তর প্রদেশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে লখনউতে আয়োজিত ‘উত্তর প্রদেশ দিবস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই বছরটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এই শতাব্দীর প্রথম মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি – পৌষ পূর্ণিমায়। গত ১০ দিনে দেশ এবং বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন।