আগরতলা, ২৪ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই গৃহস্থের খড়ের মোড়ল।ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই খড়ের মোড়ল। গতকাল গভীর রাতে ঘটনা কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকার বাসিন্দা খোকন আচার্য্যের খড়ের মোড়ল আগুনে পুড়ে ছাই হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল তার বসত ঘর সহ রাবার বাগান।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকার বাসিন্দা খোকন আচার্য্য বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ অন্যান্য দিনের মতো খাওয়া-দাওয়া সেরে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তার বসত ঘরের পাশে খড়ের মোড়ালে আগুন দেখতে পায়। চোখের পলকেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে খোকন আচার্য্য সহ তার পরিবারের লোকজন। তাদের চিৎকারে ছুটে গিয়েছেন পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে আনন্দনগরের দমকলবাহিনীকে। খবর পেয়ে দমকলকর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সকালে বাড়ির মালিক খোকন আচার্য সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড। তিনি আরো জানিয়েছেন সেই খড়গুলি গরুর খাদ্যের জন্য রেখেছিলেন। তার ঘরের পাশে মোট তিনটি বড় বড় খরের গাদা ছিল তার মধ্যে একটি খরের গাদায় অগ্নিকান্ডের ঘটনায় সম্পূর্ণ খর নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তবে সময়মত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে আসায় আরো দুইটি খড়ের মোরাল সহ পাশে থাকা তার রাবার বাগান এবং তার বসত ঘর এই ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।