আগামী ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে

আগরতলা, ২৪ জানুয়ারি : আগামী ২৬ জানুয়ারি সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। এদিন সকাল ৯টায় আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। তিনি অনুষ্ঠানে পুরস্কার ও পদক প্রদান করবেন। আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

আগামী ২৬ জানুয়ারি আগরতলা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ৬টা ৩০ মিনিটে গান্ধীঘাটে গান্ধী বেদীতে মাল্যদান করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাবেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি সকাল ৭টায় এলবার্ট এক্কা পার্কে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৭টা ৩০ মিনিটে সচিবালয়ে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। প্রজাতন্ত্র দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে জিবি ও আইজিএম হাসপাতালের রোগী, বাধারঘাটের দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠান, বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার, নড়সিংগড়স্থিত পুলিশ, বিএসএফ, সিআরপিএফ হাসপাতালের রোগী, নির্মলা শিশু ভবন, নড়সিংগড়ের দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হবে প্রাক্তন সৈনিকদের অনুষ্ঠান। রাজভবনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকাল ৪টায়। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে রবীন্দ্রকাননে হর্টিকালচার প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হবে। রাত ৮টা ৩০ মিনিটে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে জনজাতি নেতৃবৃন্দের প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল সকাল ৭টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হবে ক্রসকাটি দৌড় প্রতিযোগিতা। সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। বিকাল ৩টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।