আগরতলা, ২৪ জানুয়ারি: রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করতে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর। আজ ঋষ্যমুখ ব্লকে সাবসিডির মাধ্যমে বেনিফিসারী নির্ধারন করে কৃষিজ সামগ্রী বিতরন অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন তার হাত ধরে কৃষিজ সামগ্রীগুলি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
বর্তমান সময়ে কৃষকদের কৃষিকাজের জন্য গ্রেইভস কোম্পানির নেপচুন মিনি ট্রাকটারের চাহিদা রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী আজকের অনুষ্ঠানে ১৯ জন বেনিফিসারীকে গ্রেইভস কোম্পানির এই মিনিট্রাকটারগুলো প্রদান করেন কৃষিমন্ত্রী। কৃষি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়িকা সপ্না মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী সহ অন্যান্যরা।
আজকের মন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষকদের মান উন্নয়নে কিকি পদক্ষেপ গ্রহন করেছে ও কি কি কর্মসূচী বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের দিনে আয়োজিত অনুষ্ঠানে যে সকল কৃষকরা গ্রেইভস কোম্পানির কৃষিজ সামগ্রী পেয়েছেন তারা সকলে খুবই আনন্দিত।