প্রয়াগরাজ, ২৪ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শুক্রবার মহাকুম্ভের দ্বাদশতম দিনে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। পুণ্যস্নানের পর কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল বলেছেন, “আমি এর আগেও কুম্ভে গিয়েছি, কিন্তু প্রয়াগরাজের মহাকুম্ভে সুযোগ-সুবিধা চমৎকার। ত্রিবেণীর ঘাটে অনেক মানুষ জড়ো হয়েছেন যা একতার বার্তা দেয়। আমিও আজ একটি অনুষ্ঠানে যোগ দেব, ‘মেরা সংবিধান’, মেরা স্বাভিমান’ এই দিনটি ছিল ‘গঙ্গা স্নানের’ দিন এবং এটি ছিল অত্যন্ত পবিত্র।”
2025-01-24