ভোপাল, ২৪ জানুয়ারি (হি.স.): বড়সড় সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মধ্যপ্রদেশের ১৭টি পবিত্র শহরে মদ নিষিদ্ধ করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের নেতৃত্বাধীন রাজ্য সরকার মধ্যপ্রদেশের ১৭টি পবিত্র শহরে মদ নিষিদ্ধ করার অনুমোদন দিয়েছে।
মুখ্যমন্ত্রী মোহন যাদব শুক্রবার এক সংবাদ সম্মেলনের সময় সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, প্রথম পর্যায়ে একটি নগর নিগম, ছয়টি নগর পালিকা, ছয়টি নগর পরিষদ এবং ছয়টি গ্রাম পঞ্চায়েতে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে।
নগর নিগম: উজ্জয়িনী
নগর পালিকা: মাইহার, দাতিয়া, পান্না, মন্ডলা, মুলতাই, মন্দসৌর
নগর পরিষদ: ওরছা, চিত্রকূট, অমরকন্টক, মহেশ্বর, ওমকারেশ্বর, মন্ডলেশ্বর
গ্রাম পঞ্চায়েত: সালকানপুর, বন্দকপুর, কুন্দলপুর, বর্মনকালা, লিঙ্গা, বর্মনখুর্দ