নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। এএপি-কে মহিলা-বিরোধী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি অনুরাগ বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল ‘ক্লিন বোল্ড’ হতে চলেছেন, কারণ দিল্লির জনগণের বিশুদ্ধ পানীয় জল, বিশুদ্ধ বাতাস এবং পরিষ্কার যমুনা প্রয়োজন। ‘আপদা’-এর লোকজন নারী-বিরোধী এবং তাঁরা দিল্লির মহিলাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।”
অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “এমনকি বর্তমান মুখ্যমন্ত্রীরও তাঁদের (এএপি) হোর্ডিংয়ে কোনও স্থান নেই – এতে বোঝাই যায় মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধা নেই তাঁদের। কেন অরবিন্দ কেজরিওয়ালের নাম পঞ্জাবের জেড+ সুরক্ষা বিভাগে রয়েছে, এমনকি যখন তিনি মুখ্যমন্ত্রীও নন।”