আগরতলা, ২৩ জানুয়ারি: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সাহস ও দৃঢ়তার মাধ্যমে দেশজুড়ে স্বাধীনতার চেতনাকে প্রজ্জ্বলিতকারী দূরদর্শী নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়েেছে।
এদিন তিনি আরও বলেন, দেশ এখন সংকটজনক পরিস্থিতি মধ্যে যাচ্ছে। একজন দেশপ্রেমিক হিসেবে এই সংকটজনক পরিস্থিতিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।