আগরতলা, ২৩ জানুয়ারি: আগর কাঠ ও আগর তেলের রপ্তানির শর্তাবলী আরও সহজ করল কেন্দ্র। আজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য পথ প্রশস্ত করতে কেন্দ্রীয় সরকার আগর কাঠ এবং আগর তেলের রপ্তানির শর্তাবলী আরও সহজ করেছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও লিখেছেন, এটি একটি বিপ্লবী পদক্ষেপ যা ত্রিপুরাকে দ্রুত বিকশিত ভারতের পথে চলতে সাহায্য করবে।