কুখ্যাত নেশাকারবারির বাড়ি থেকে গোপন অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার

বিলোনিয়া, ২২ জানুয়ারি : ফের কুখ্যাত নেশাকারবারির বাড়ি থেকে গোপন অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিলোনিয়া শহরের মির্জাপুর এলাকায় নেশাখোর ও নেশা বিক্রেতা বাপন সাহার বাড়িতে হানা দিল মহকুমা শাসক দেবাশীষ দাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের অতিরিক্ত মহকুমা শাসক ডিসিএম পুলিশ প্রশাসন, খাদ্য দপ্তর, আবগারি দপ্তর এবং পুর প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। যৌথ অভিযানে নেমে গোপন সংবাদের ভিত্তিতে বাপন সাহার বাড়ি হানা দেয়  দলটি।

বাপন সাহার বাড়ি থেকে ১২৯টি ব্রাউন সুগার ভর্তি কোটা, প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, প্রচুর খালি কৌটা, চিনি সহ নগদে প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার হয়। মহকুমা শাসক জানিয়েছেন নগদ টাকাগুলি আবার বাপন সাহার স্ত্রীর হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি নেশাসামগ্রীগুলি আবগারি দপ্তর বাজেয়াপ্ত করেছে। পুরো বাড়ি এবং ঘর তল্লাশি চালিয়েছে পুলিশ এবং মহকুমা প্রশাসনের কর্মীগন।

এই নেশাসামগ্রী সেবন এবং বিক্রির অপরাধে বাপন সাহার এর আগেও সাজা হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আবারও একই ব্যবসা শুরু করেছে। যা যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।  যদিও এই অভিযান চলাকালীন সময়ে বাপন সাহা বাড়িতে ছিল না বলে জানিয়েছে মহকুমা শাসক। এই বিষয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে  মহকুমা শাসক দেবাশীষ দাস জানিয়েছেন, স্থানীয় মানুষ যদি প্রশাসনকে সহযোগিতা করে তাহলে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নেশাখোর এবং নেশা বিক্রেতাদের আস্তানাগুলি নষ্ট করে দেওয়া সম্ভব হবে, তাই এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *