সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২১ জানুয়ারি : সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্মেলন একটি রাজনৈতিক সাংগঠনিক উৎসব। এই উৎসব জনসেবার নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যয়কে রক্তদানের মতো মানবতাবাদী কাজের মাধ্যমে আরো জোরালো করে। আজ সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের এইরূপ ভাব ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্রসঙ্গত, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএম-এর আসন্ন ২৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে সদর মহকুমায় একটি ব্যাপক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই শিবিরে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ পার্টির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্য সম্মেলন কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি সাংগঠনিক উৎসব এবং এই উৎসব জনসেবার নতুন উচ্চতায় পৌঁছানোর একটি প্রত্যয়। রক্তদানের মতো মানবতাবাদী কাজ আমাদের এই প্রত্যয়কে আরো জোরালো করে। তিনি আরও যোগ করেন, দলের সদস্যরা রক্তদানে এত উৎসাহ দেখাচ্ছেন, এটা আনন্দের বিষয়।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্য সম্মেলনের মূল লক্ষ্য হল দেশে বর্ধমান সাম্প্রদায়িকতা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। এই রক্তদান শিবির সেই লক্ষ্যের দিকে ছোট্ট এক পদক্ষেপ। পাশাপাশি তিনি সকল রক্তদাতাকে ধন্যবাদ জানিয়েছেনন।