নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামীত্ব যোজনার আওতায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের বহু মানুষের হাতে তাঁদের ভূ-সম্পত্তির মালিকানার দলিল স্বরূপ ৬৫ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করেছেন।
এই অনুষ্ঠানে স্বামীত্ব প্রকল্পের উপভোক্তাদের সঙ্গেও বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সিওনি থেকে মনোহর নামে এক সুবিধাভোগীর সঙ্গেও কথা বলেছেন। তিনি এই প্রকল্প থেকে কতটা উপকৃত হয়েছেন, তাও শুনেছেন প্রধানমন্ত্রী মোদী।