খোয়াই, ১৮ জানুয়ারি : উত্তর চেবরি স্কুল সংলগ্ন খোয়াই নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। মৃত ব্যক্তির নাম খিটিন্দ্র পাল (৪৮)। তার মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর চরে মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে কোনও হত্যার চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি স্থানীয়ই ছিলেন। তবে তিনি কেন নদীতে গিয়েছিলেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও অস্পষ্ট রয়েছে। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে।
খিটিন্দ্র পালের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।