ওয়াতিলং পাড়ায় টাওয়ারে চড়ে বসল যুবক, চাঞ্চল্য

আগরতলা, ১৭ জানুয়ারি: কল্যাণপুর থানার ওয়াতিলং পাড়ায় ১৫০ ফুট দীর্ঘ টাওয়ারে চড়ে বসল মানসিকভাবে অসুস্থ এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ
দক্ষিণ ঘিলাতলীর শান্তিপাড়ার বাসিন্দা হৃদয় সরকার (২০) শুক্রবার সকালে শিব মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াতিলংপাড়ার একটি টাওয়ারে উঠে পড়েন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কল্যাণপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এর পাশাপাশি হৃদয়ের পরিবারের সদস্যরাও দ্রুত সেখানে পৌঁছান।

তবে উদ্ধার প্রক্রিয়া শুরু করতে বেশ দেরি হয়। কারণ দমকল কর্মীরা জানান, তাদের কাছে এ ধরনের উদ্ধার কার্য্যের পর্যাপ্ত সরঞ্জাম নেই। অন্যদিকে, পুলিশ জানায় দমকলকর্মীরাই এ ধরনের কাজে প্রশিক্ষিত। উদ্ধার কার্যক্রম শুরু হতে প্রায় ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় মন্ডল সভাপতি নিতাই বল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে, জেলাশাসকের নির্দেশে তেলিয়ামুড়া মহকুমা শাসক একটি বিশেষ উদ্ধার দল পাঠান।

সবশেষে, পুলিশ, দমকলকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় হৃদয় সরকারকে নিরাপদে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়। এদিকে, স্থানীয়রা এই ঘটনার পর উদ্ধার কাজে বিলম্ব এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে, সকলের সহযোগিতায় হৃদয়কে নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *