আগরতলা, ১৭ জানুয়ারি : পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল ওই যুবকটি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকার দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা খোঁজাখুজি শুরু করলে দেখতে পান একটি পরিত্যক্ত বাড়িতে দেহ পড়ে রয়েছে। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা বাদল চন্দ্র সরকার (২৭) দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। আজ সকালেও ওই বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।