নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইস্তেহার সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন জে পি নাড্ডা। একাধিক প্রকল্পের ঘোষণা করা হয় এদিন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। বলা হয়েছে, ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও দরিদ্র পরিবারগুলোকে ৫০০ টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার এবং হোলি ও দীপাবলিতে দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
2025-01-17