নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইস্তেহার সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন জে পি নাড্ডা। তিনি বলেন, এই সঙ্কল্প পত্র’ ‘বিকশিত দিল্লি’-র ভিত স্থাপন করবে।”
একাধিক প্রকল্পের ঘোষণা করা হয় এদিন। রাজ্যের বৃদ্ধদের জন্য পেনশনেরও উল্লেখ রয়েছে বিজেপির প্রকাশিত সেই ইস্তেহারে। জে পি নাড্ডা বলেন, নির্বাচনে জিতলে ৬০ থেকে ৭০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন দুই হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা দেবে বিজেপি সরকার। আর ৭০ উর্ধ্ব প্রবীণ নাগরিকদের দেওয়া হবে মাসিক ৩ হাজার টাকা করে।