নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি:
জাতীয় ২৩তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, চিকিৎসক সঞ্জীব কুমার দেববর্মা, চিকিৎসক অঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসকদের সমাজে একটি বিশেষ স্থান রয়েছে। তাই চিকিৎসকদের চলাফেরা থেকে শুরু করে সবকিছুতে যাতে সমাজের প্রতি পজেটিভ বার্তা যায়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন, যার কাছে দক্ষতা বেশি থাকবে মানুষ তার কাছেই বেশি যাবে। তাই শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার।

