আগরতলা, ১৬ জানুয়ারি : রাধানগর স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত দ্বিতীয় উড়ালপুল নির্মিত হবে। ইতিমধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে কর্নেল চৌমুহনীতে।
প্রসঙ্গত, রাজধানী আগরতলায় আরও একটি উড়ালপুল তৈরি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাধানগর বাসস্ট্যান্ড থেকে আই জি এম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত এই উড়ালপুল তৈরি হবে। উড়ালপুলের কাজ পর্যবেক্ষণের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে। কর্নেল চৌমুহনীতে হচ্ছে এই পরীক্ষা।