নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি:
প্রতিবছরের মতো এ বছরও বোধজং স্কুল অ্যালামনির উদ্যোগে ১৮-তম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর ১৯ জানুয়ারি, রবিবার সকাল দশটা থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হবে পুনর্মিলন উৎসব ২০২৫। শুরুতে পতাকা উত্তোলন, স্কুলে পাঠরত মেধাবী ছাত্রদের মধ্যে স্কলারশিপ প্রদান এবং প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনভর বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে পালিত হবে গোটা দিনটি।
এলামনির বার্ষিক স্মরণিকা “কালক্রম”-এর মলাট উন্মোচন হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি এবছরও আন্ত:স্কুল অ্যালামণির ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলো অ্যালামণি ২.০’ দারুন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১২ জানুয়ারি, রবিবার সম্পন্ন হয়েছে। সারা রাজ্য থেকে ২২টি অ্যালামণির প্রায় ২শতাধিক সদস্য ও সদস্যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, টেকনিকেল ডিরেক্টরের ভূমিকায় নির্দিষ্ট আম্পায়ার, জাজ, রেফারি, মেট্রিক্স চেস একাডেমী, অল ত্রিপুরা ক্যারাম এসোসিয়েশন, বোধজং স্কুল এলামনির সকল সদস্যদের অকৃত্রিম সহযোগিতায় সুনিপুণভাবে টুর্নামেন্টের ৫টি ইভেন্টের প্রতিযোগিতা দারুন ভাবে সম্পন্ন করেছেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৯ জানুয়ারি পুরস্কৃত করা হবে, বোধজং স্কুল প্রাঙ্গনে বিকেল সাড়ে চারটায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হিমানী দেববর্মা, বোধজং স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্য্য, স্বনামধন্য ক্রিকেটার মনিশংকর মুড়াসিং প্রমুখ। এছাড়াও উপস্থিত থাকবেন বেশ কয়েকজন পদাধিকারীরা।
আয়োজক বোধজং স্কুল এলামনির পক্ষ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বোধজং স্কুল এলামনির সভাপতি দিলীপ কুমার পাল সমস্ত এলাকাবাসী এবং সমস্ত স্কুল এলামনি সদস্য সদস্যাদের আমন্ত্রণ জানিয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত পুনর্মিলন উৎসবের চেয়ারম্যান প্রদীপ ভৌমিক, সম্পাদক বিধান চন্দ, এলামনির সহ সভাপতি সুবীর মজুমদার , সম্পাদক ভাস্কর সাহা, খেলো এলামনি-র কনভেনার মনীষ ঘোষ, সেক্রেটারি প্রসেনজিৎ সাহা প্রমূখ এ বিষয়ে বিস্তারিত ব্যক্ত করেন।

