মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আনন্দ দুবে, বিঁধলেন ফড়নবিস সরকারকে

প্রয়াগরাজ, ১৬ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাড়িতেই আক্রান্ত হয়েছেন অভিনেতা সইফ আলি খান। সইফের ওপর প্রাণঘাতী হামলার প্রেক্ষিতে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিস সরকারের তীব্র সমালোচনা করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা আনন্দ দুবে। তিনি বলেছেন, “যখন সেলিব্রেটি ও ভিআইপি-রাই নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষের কী হবে!”

বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দ দুবে বলেছেন, “এর আগে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, বাবা সিদ্দিকী খুন হয়েছেন। এখন সইফ আলি খানকে কোপ মারা হয়েছে। মুম্বইয়ে কী কোনও আইন-শৃঙ্খলা রয়েছে? দেবেন্দ্র ফড়নবিসকে দায় নিতে হবে, এটি দুর্ভাগ্যজনক ঘটনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *