নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার ৭৭-তম সেনা দিবসে এক টুইট বার্তায় রাজনাথ সিং লিখেছেন, প্রত্যেক ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স মাধ্যমে জানিয়েছেন, সেনা দিবসে আমাদের বীরত্বপূর্ণ ভারতীয় সেনা কর্মীদের এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা এবং অভিবাদন।
রাজনাথ আরও লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনী নিজস্ব সাহস, সাহসিকতা, ত্যাগ এবং পেশাদারিত্বের জন্য পরিচিত। প্রাকৃতিক দুর্যোগে দেশকে রক্ষা করা ও নাগরিকদের সাহায্য করার জন্য তাঁদের অটল অঙ্গীকার প্রশংসনীয়। প্রত্যেক ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর কাছে তাঁদের অসামান্য সেবার জন্য কৃতজ্ঞ।”