বিজেপিকে থামাতে পারে শুধুমাত্র কংগ্রেসই : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৫ জানুয়াই (হি.স.): বিজেপিকে থামাতে পারে শুধুমাত্র কংগ্রেসই। দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, এখন যারা ক্ষমতায় আছে, তাঁরা তেরঙাকে স্যালুট করে না, জাতীয় পতাকায় বিশ্বাস করে না, সংবিধানে বিশ্বাস করে না এবং ভারতের প্রতি তাঁদের সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতর ‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধন করেছেন সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী-সহ দলের অনেক নেতা।

‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, “তাঁরা চায় ভারত একটি ছায়াময়, গোপন সমাজ দ্বারা পরিচালিত হোক। তাঁরা চায় ভারত এক ব্যক্তি দ্বারা পরিচালিত হোক এবং তারা এই দেশের কণ্ঠস্বরকে চূর্ণ করতে চায়। তাঁরা দলিত, সংখ্যালঘু, অনগ্রসর জাতি ও উপজাতিদের কণ্ঠস্বরকে চূর্ণ করতে চায়। এটা তাঁদের এজেন্ডা এবং আমি এটাও পরিষ্কারভাবে বলতে চাই, এদেশে আর কোনও দল নেই যে তাঁদের থামাতে পারবে। বিজেপিকে থামাতে পারে শুধুমাত্র কংগ্রেসই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *